ভোরের বাতাসে শস্যের ঘ্রাণ, বাংলা, কবিতা, ঢাকা, গদ্য, পদ্য, মারেকা ফেরদৌস, কলকাতা, বনশ্রী, বনানী, তরু, বৃক্ষপত্র
বাঁক

ভোরের বাতাসে শস্যের ঘ্রাণ

আমি বৃক্ষপত্র তুলতে তুলতে ভীষণ ক্লান্ত!
সাধ্য থাকলে তাবত বৃক্ষের পত্রই দিয়ে যেতাম।
সমুদ্রের মত গভীর বিস্তৃত
শীতার্ত ভোর- বাতাবী ফুলের কোমল গন্ধ
হৃদয়ে নিবেদিত প্রার্থনার মত
বিহ্বল বাতাস কোলাহল তোলে জানালায়..
ফুলের গন্ধ ঝরে হেমন্তের শিশির জলে
ভোরের বাতাসে শস্যের ঘ্রাণ- এখনও