সমরেশ কেন তার সাহিত্যে নকশালবাড়ি রাজনীতিকে…
Reading Time: 12 minutes৮ মে ২০২৩, মারা গেলেন সাহিত্যিক সমরেশ মজুমদার। জীবদ্দশায় খ্যাতি যশ সবই পেয়েছিলেন প্রয়াত সমরেশ মজুমদার। বাংলাদেশের বাজারে পাওয়া যায় সমরেশের এমন সব বই-ই পঠন-পাঠন আয়ত্ত্বে থাকায় তাক্ষণিক একটা প্রতিক্রিয়া মনের মধ্যে জেগে বসে।
শব্দগুলোকে খুব তীর্যকভাবে তুলে আনলে বলা যায়, নকশালপন্থা, বিপ্লব, মধ্যবিত্ত, ফ্যান্টাসি, নব্যপুঁজির এজেন্ডা বাস্তবায়ন, বাজারি আর কারবারির মিলন।
কিন্তু অতো সাহস তো বোকার নেই। প্রকাশ্যে যা খুশি তা কি লেখা যায়? যা খুশি তা হয়তো লেখা যায় কিন্তু যা খুশি তা’য়ের যথেষ্ট রূপক অর্থবোধকতা থাকলে তা চারপাশের কলকব্জায় আড়মোড়া ভাঙায়।
তাই সমরেশ মজুমদারের সাহিত্যকে যুক্তিখণ্ডনের নিরীখে বিভাজন করে দেখা উচিত।
খুব গভীরভাবে দেখলে- বিপ্লব ব্যাপারটাকে ফ্যান্টাসাইজ করতে করতে জীবন থেকে বিচ্ছিন্ন করার মন্ত্রণা ছিল সমরেশ বাবুর লেখায়! ফ্যান্টাসিতে আক্রান্ত বাঙালি যুবারা আর বিপ্লব করতে পারেনি। বড় মাছ ছোট মাছকে গিলে ফেলবে এই ফর্মুলা সুনিপুণভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। আদতে সাধারণের কোনো গতি না এলেও লাভটা পোস্ট কলোনিয়াল পুঁজিবাদের বিকাশকে আরো প্রকট করেছে। যে সাহিত্য জীবন বিনির্মাণে লেখা সেই সাহিত্য বোকার আরাধ্য! কিন্তু একটা বড় সময় অকাট্য ভেবে ভুল সাহিত্য পড়েই বোকাদের কেটেছে! তবুও সমরেশ মজুমদারের চলে যাওয়া বোকাদের ব্যথিত করে। ভালো থাকবেন সমরেশ মজুমদার!
নিন্মোক্ত লেখাটি লেখক, সাংবাদিক মনজুরুল হক স্বল্প সময়ে সমরেশ মজুমদারের সাহিত্যের একটি তুলনামূলক খণ্ডন ও বিশ্লেষণ করেছেন। লেখাটিকে যুক্তি দিয়ে দীর্ঘ পরিক্রমণে আনা যায়। কিন্তু বরাবার পশ্চা..পদ বাঙালি আদারস পারস্পেশন না মেনে নেয়ার দলেই থেকে যাবে। দেখা যাবে চাপাতি, দা, কুড়োল নিয়ে হাজির হয়ে গেছে।
তাই অল্পে তুষ্ট থাকো বোকারা। -বোকা
পাঠ সতর্কতা: লেখাটি বিশেষভাবে নকশালপন্থী কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ীদের জন্য
বোকা মনজুরুল হকের এই লেখাটি কোনো কর্তন যোজন-বিয়োজন ছাড়াই প্রকাশ করেছে। পাঠ প্রতিক্রিয়া যারা প্রকাশ করতে চান তারা সরাসরি বোকার মন্তব্য ঘরে লিখুন। মাথার উপর দিয়ে গেলে লেখাটি ইগনোর করুন। কিংবা আপনি প্রচন্ড রেগে গেলে হাঙ্গামা না করে যুক্তির নিরীখে আমার বক্তব্য পেশ করুন। পুনরায় জানাচ্ছি, লেখাটির একটি পাঠ সতর্কতা আগেই দেয়া ছিল তাই পাঠক হিসাবে আপনার রুচি নিয়ে বোকাদের আপত্তি নেই।
ধন্যবাদ
মনজুরুল হক আপনাকে ধন্যবাদ