eating sugar? no papa!

যেমন তেমন – মজার ব্যানারে একটি শিশু ও bokabd.com

বাঙালি শহুরে সমাজের শৈশবে ছড়ার বদলে রাইমস জায়গা করেছে সেই বিটিশ আমল থেকেই। বিটিশরা বাঙালির উর্বর মস্তিষ্কে দারুণভাবে ইংরেজি সাহিত্যকে বুনে দিয়েছিল। বিটিশরা যতো শোষণই করুক ইংরেজি সাহিত্য বাঙালকে জাতীয়তার গন্ডির বাইরে এক মহাবিশ্বে হাজিরা দিতে উদ্বুদ্ধ করেছে। যদি তা নাই হতো- মাইকেলের সেই ইংরেজি প্রীতি জাগতো না। চতুর্দশপদীর অসামন্য আবর্তন বাংলা ভাষায় ঠাঁয় পেতো না। তাই ইংরেজি সাহিত্য নমস্য- বাংলা সাহিত্যকে দিয়েছে দারুণ এক উপাদান। 

তো যা বলতে গিয়ে এই কথাটুকু হাজির- সে ওই বাঙাল শহুরে সমাজের শিশু-কিশোরদের শৈশবে যা টুকটাক ইংরেজি ছড়ার অবস্থান দেখা যায়- সেখানে জনি আর তার বাপের  

চলুন জেনে নিই Eating sugar? (No, papa)‘র ইতিহাস

Johny, Johny
(Yes, papa)
Eating sugar?
(No, papa)
Telling lies?
(No, papa)
Open your mouth
(Ah, ah, ah)
Johny, Johny
(Yes, papa)
Eating sugar?
(No, papa)
Telling lies?
(No, papa)
Open your mouth
(Ah, ah, ah)

eating sugar

অ্যানিমেশন আকারে লুলু কিডস ২০১৬ সালে ছড়াটি তাদের ইউটিউব চ্যানেলে প্রদর্শনের জন্য উন্মোচন করে। এখন পর্যন্ত ৭ বিলিয়নের বেশিবার ছড়াটি দেখা হয়েছে।

মা চিৎকার জুড়ে দিয়েছে… দুর্বার ঠোঁট চেপে ধরে, চোখ বড় বড় করে বলল, নো, মম!

কিন্তু চোয়ালের একপাশে তখনো রয়ে গেছে মিহি দানার চিনি চিবানোর চিহ্ন! আর একটা ভাঙা ক্যান্ডির ছিটে অংশ!

মা কাছে এগিয়ে আবারও চিৎকার করে বলে- দুর্বার ব্যাক করে।
মা চোখ সরু করলো।
দুর্বার হাসির চেষ্টা করলো।

মা এইবার একটু হেসে- মিথ্যে বলছো?
না, মা!
তোমার মুখে চিনি নেই?
না, মা!

তখন মা বললো, তাহলে তোমার পকেট থেকে ঝুনঝুনির আওয়াজ আসছে কেন?

দুর্বার চুপ। হঠাৎ বলল, ওটা মোবাইলের রিংটোন, মা!
মা চুপ করে পকেট হাতড়ালো। দুর্বার ব্যাক করতেই একটা মিন্ট চকলেট লাফ দিয়ে মাটিতে পড়ল।

মা তাকিয়ে রইলো। দুর্বার মাথা নিচু করলো। তারপর একটু কাঁপা গলায় বললো—
সরি মা… মিথ্যে বলাটা… পাপ, আমি জানি।

মা কিছু বললো না।
একটু পর চুপচাপ এক টুকরো ক্যান্ডি হাতে ধরিয়ে দিলো।

বললো, সত্যি বললে চিনি লুকিয়ে খেতে হয় না, দুর্বার।
তোমাকে দিয়ে দিব, ঠিকমতো বললে।

এরপর দুর্বার সেই দিন থেকে ‘সুগার স্মার্ট’ হয়ে গেল।
চিনি খেলেও বলতো— হ্যাঁ মা, খেলাম। কিন্তু শুধু এক চিমটি!

 😇

তবু মা জানতো, আসলে দুর্বার চিনি খেয়েছে তিন চিমটি।

তবে একটাই পার্থক্য—
এখন দুর্বার আর বলে না- ইটিং সুগার? নো পাপা!

সে বলে- ইয়েস পাপা, কিন্তু লাস্ট টাইম!

 😁

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top