তিন মাছের গল্প

Spread the love
Reading Time: 5 minutes

এক নদীতে থাকতো তিন রঙের তিনটা মাছ। ওরা দেখতে যেমন সুন্দর তেমনি কথা বলায় বেশ পটু!

সারাদিন কুটকুট করে খায় আর সাঁতরে বেড়ায়। 

একদিন এক জেলে ওই নদীর পাড় দিয়ে যাচ্ছে।  মাছেদের কথাশুনে জেলে দাঁড়িয়ে ভাবলো- বাহ্ দারুণ তো! এমন মাছ তো আগে আর কখনোই দেখিনি। দেখি তো ভালো করে ওরা কী করেছে। এই বলে জেলে পানিতে তাকালো। ভালো করে দেখলো- লাল, নীল, সবুজ এই তিন রঙের তিনটা মাছে খুব ভালে বন্ধু।

জেলে ভাবলো আচ্ছা দেখা যাক কেমন বন্ধুত্ব ওদের। কিন্তু আজ সে জাল বরশি কিছুই নিয়ে বের হয়নি।

থাক আজ আর কোনো মাছ ধরবো না। আজ আমার ছুটি। কিন্তু এই মাছ তিনটা আমার খুব পছন্দ হযেছে। শোন, লাল, নীল, সবুজ মাছ তোমাদের তিনটাকে আমার খুব পছন্দ হয়েছে। কাল এসে ধরবো তোমাদের। বাজারে বেচে ভালো দাম পাবো।

এই বলে জেলে চলে গেল।

জেলের কথা শুনে তিনটা মাছই খুব ভয় পেয়ে গেল। তাই তিনজনই ভাবলো- যে করেই হোক জেলের হাত থেকে বাঁচতে হবে।

কিন্তু কী করে কী করে- এই ভাবতে ভাবতে লাল মাছ বললো, চলো আমার সাগরে চলে যাই। সাগারে গিয়ে আমরা অনেক আরামে থাকবো। সাগর নদী থেকে অনেক বড়।

লাল মাছটা ছিল ওদের মধ্যে সবথেকে বুদ্ধিমান আর পরিশ্রমী।

নীল মাছটা বললো, অতো দূর যেতে পারবো না। তার থেকে একটা কৌশল বের করতে হবে। উম উম কী করে বাঁচা যায়… বাঁচা যায়… হ্যাঁ পেয়েছি। কিন্তু এটা তো কেবল আমার একজনই করতে পারবো। সবাই এই কৌশল করলে জেলে বুঝে ফেলবে, তাই সবাইকে ধরে ফেলবে।

লাল মাছ বললো, ঠিক আছে তুমি তোমার কৌশলে নিজেকে বাঁচাও সেটাই ভালো।

তখন সবুজ মাছ বললো, আমি কী করবো? আচ্ছা আমি পানিতে ঘাপটি মেরে বসে থাকবো।

সবুজ মাছটা ছিল সব থেকে বোকা আর অলস।

পরদিন জেলে এলো জাল নিয়ে। তারো অনেক আগে লাল মাছটা সাগরের দিকে সাঁতরে যেতে লাগলো। অনেক দূর চলে গিয়ে সে প্রাণ বাঁচালো।

এদিকে নীল মাছটা জলেকে দেখে পেট ফুলিয়ে চিৎ হয়ে ভেসে পড়লো। যেন সে মরে গেছে। জেলে দেখলো- আরে মাছটা তো মরে গেছে। তাই সে নীল মাছটাকে ধরার আশা বাদ দিয়ে সবুজ মাছটাকে ধরতে জাল ফেললো।

বেঁচে গেল নীল মাছটা। সে মনে মনে বললো, যাই বাবা এবার সাগরের দিকেই চলে যাই। আমার লাল বন্ধুও এতোক্ষণে পৌঁছে গেছে সাগরে।

এদিকে অনেক চেষ্টা করেও শেষ রক্ষা হলো না- সবুজ মাছের। জেলের জালে আটকা পড়লো সে।

লাল আর নীল মাছ সবুজ মাছের কথা চিন্তা করে খুব কষ্ট পেল। মনে মনে বললো, বোকা আর অলস হলে এমনই। ঘটে একটু বুদ্ধি না থাকলে বাঁচার উপায় কী!

ময়মনসিংহের প্রচলিত গল্প / বাংলা প্রচলিত গল্প- বোকাবিডি

One thought on “তিন মাছের গল্প

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *