চলচ্চিত্র, কবিতা আর অনড় যাত্রার গল্প নিয়ে বোকায় আশরাফ শিশির
বাংলাদেশের চলচ্চিত্রে এক ভিন্ন ধারা তৈরি করেছেন আশরাফ শিশির। একদিকে মুক্তদৈর্ঘ্যের সিনেমা ‘আমরা একটা সিনেমা বানাবো’, অন্যদিকে দীর্ঘ কবিতা আর ব্যক্তিগত যাত্রাপথ- সবকিছুতেই তিনি নিজস্ব ভাষা খুঁজে নিয়েছেন। মূলধারার বাইরে দাঁড়িয়ে নির্মাণ, কবিতার অন্তর্দৃষ্টি আর রাজনৈতিক দায়বদ্ধতা- এই তিনের সংমিশ্রণে গড়ে উঠেছে তার শিল্পচিন্তা। বোকা’র সঙ্গে খোলামেলা আলাপে আশরাফ শিশির তুলে ধরলেন চলচ্চিত্র, কবিতা, রাজনীতি আর ব্যক্তিগত জীবনের নানান দিক।

