বোকা
ব্যানার, উনিশকুড়ি, জন্মান্ধ, জীবনের গান, বাঁক

বোকার লোকাল ট্রেনে!

স্বপ্ন অনেক বড়! আমরা চাইছি বাংলা লোকসংগীতের একটা মানচিত্র তৈরি করতে। হারিয়ে যাওয়া অনেক কিছুই আজ আর বর্তমান নয় , অনেক দেরি হয়ে গিয়েছে জানি, তবু…… যতটুকু পাই , নদী মরে গেলেও যেমন তাঁর দাগ থেকে যায়। হয়তো গানের স্রষ্টার মৃত্যুর পর কয়েক প্রজন্ম চলে গিয়েছে বা নিভু নিভু করছে কোনো গানের ধারা।আমরা তুলে আনতে চাই সেগুলোকে, লিখে রাখতে চাই সেইসব বাণী সুর।