অদিতির কবিতাগুলোয় কান্নারা বৃষ্টি হয়ে নামে!

অদিতি বৃষ্টি কান্না

যারীন অদিতি, কবিতা লেখেন- জানবার পরই বোকা অদিতির লেখা প্রকাশ করতে উদ্যোগ নেয়। অনুরোধ করে লেখা পাঠাবার। 

অদিতি কবিতা পাঠায়- বোকা আগ্রহ নিয়ে পড়ে। কবিতাগুলোর প্রকাশভঙ্গিতে একটা চমৎকারিত্ব খুঁজে পায়- সেখানে আছে নিঃশব্দের কান্না, সেই কান্নারা যেন বৃষ্টি হয়ে ঝরে পড়ছে।

মানুষের বোধগুলো যেন নিজের হয়ে ধরা দিচ্ছে। 

চলুন পড়ে দেখি অদিতির একগুচ্ছ কবিতা!

শ্রান্তি নেমে আসে
শব্দের কোলাহলে
ঘুম চোখে নিউরনগুলো হাঁটে
মস্তিষ্কের বারান্দায়।
ঘোরের ধূলোঢাকা দরজায়
তারা উঁকি দিয়ে দেখে-
আসক্তির কণ্ঠ চেপে ধরা
এক বিকৃত সময়!
যার গহীনে, অশরীরী এক
জন্ম নেয় অপ্সরার বেশে;
অজস্র প্রেতের আশ্রয় তার ডানায়-
মেতে ওঠে তারা অয়োময় উল্লাসে।
মুখোশে ঢাকা দীর্ঘ জীবন থেকে
বেরিয়ে আসে অন্ধকার প্রবৃত্তির দল;
হতাশার প্রবল ঝড়ের মুখে
জ্বালিয়ে দেয় লিপ্সার দাবানল!
দহনের উত্তাপে
শান্তি নেমে আসে

অশরীরী ভবঘুরে হয়ে ছোটে
মুক্তির উল্লাসে।
পুরোন কবর ফুঁড়ে 
উঠে দাঁড়ায় মৃত অনুভূতি-
দোযখে যাবার তৃষ্ণায় তার
হৃদয় শুকিয়ে আসে!
ঘুম ভেঙে জেগে ওঠে
ভেতরের প্রেত-
নষ্ট রিপুর অন্ধ আবেগ
ধমনীতে উন্মাদ হয়ে ছোটে।
পৃথিবী ডুবে যেতে চায়
অন্তহীন যন্ত্রণার সুখে;
দোজখের আগুনে
জ্বলে যাবার নেশা তার চোখে!
ভোর আসে, ঘোরভাঙা রাত
মুখ ঢাকে জীবনের মুখোশে;
যাপনের ভয়ে পৃথিবীর চোখে-
শ্রান্তি নেমে আসে…

Hysteric Mystery

যারীন অদিতি

It’s a camouflage
A sudden fear of lost clouds,
In a very inappropriate moment.
The day you cried,
A sad frozen river melted in that tears.
A dead forest started to burn,
It was nearly to death
To feel your breathe on my upper lips-
It was forbidden though!
The clouds are melting again!
Black clouds…White charms

White clouds…Haunted arms,
Never forget
Never regret
Just a sudden foe,
Just an eternal foe-
I whispered to the stars,
You asked the moon!
Now leave the disguise
Open your soul,
Going to be raining soon,
Going to be raining soon!

কালো কাফনের অতল আঁধারে

যতোদূর যাওয়া চলে,
যতোটা যাযাবর ইতিহাস লেখা কালের অধরে
অন্তরে পুষে রাখা তমসা-
তার চোখ জুড়ে থাকা ঘন ধোঁয়াশা!
অন্তরীক্ষে প্রত্যাবর্তনের পরে
প্রিয়তমা তার হৃদয় চিবিয়ে খায়
খ্রিস্টীয় যুগের সেই বিশেষ দিনে
চাঁদ নিয়ে কবিতা লেখা বন্ধ হয়ে যায়।

নেমে আসে বিষাদের ঘোর অমনিবাস!
জোৎস্নাশোকে শব্দেরা শব্দহীন হয়ে গেলে
কবিরা উন্মাদ হয়ে যায়…
আত্মহননরত কবিদের দাবী ছিল,
পুরো শতক জুড়ে ছড়িয়ে থাকা অমাবস্যায়-
তাদের কলমগুলো হারিয়ে গেছে।

সেই ক্ষণে কবিতার মৃত্যু রচিত হয়,
কবির প্রয়োজন ফুরায়…
সে মৃত্যু-বার্তা পৃথিবীময় ছড়িয়ে গেলে
কবিতার বাজারদর হঠাৎ বেড়ে যায়!

মানুষ মরে হারিয়ে যায়,
শিল্প মরে ‘ইতিহাস’ হয়!
শতাব্দীকাল চলতে থাকে তার শেষ নিদর্শনের খোঁজ-

যে কবিতাটি কেউ খুঁজে পায়নি,
শব্দেরা সে রাতে বোবা হয়ে গেলে
সে কবিতা লেখা আর হয় নি!
শেষ কবিতাটি কেবল কবির কাছেই আছে,
আর মানবস্মৃতির সতত নিয়মে
কবি মরে হারিয়ে গেছে!

প্রাকৃতালাপন

অদিতি বৃষ্টি কান্না
যারীন অদিতি’র কবিতা

জলমগ্ন চাঁদের স্খলন- A ream of hallucination

মিথ্যে জেনেই মনে পরে,
একদিন আহত হয়েছিলে জোছনার চুম্বনে
তারপর বিসর্জন সব শান্ত কালো জলে।
Never cared what I was
When my soul touched your body
Surrendering every sins.
Creed of my emotions,
Just a lost vow-
You were never there
You’ve never existed!
শূন্যে মিলিয়ে যায় শূন্যতার সমাধি
প্রতারিত জোছনার মতো নিয়ত একা আমি,
চাঁদের কলঙ্ক কেড়ে পড়েছি কাজল-
তাই বুঝি চোখে এতো জল
যেখানে চাঁদের ছায়ায় ভীষণ ভয়,
সে বালক আমার নয়!

Into your eyes,
I sink every night
Although it’s a wrong remembrance
Disguise, disguise
Where you hide,
And I shrink in lost hallucinations!
আমার ভাঁজ হয়ে থাকা শরীর জুড়ে
তোমার স্পর্শের হীনমন্যতায়,
আমরা পার্থিব মিথ্যে হয়ে যাই-
অপার্থিব জোছনার আকস্মিকতায়!
I refuse your memory
Electrification of every cell in my blood,
I convey my invincible lies,
Want to forget-
How to love you!
আমাদের জলজ মিশে যাওয়া,
সে ছিল জোছনার অনন্ত আরাধনা-
এক টুকরো শান্তি ছিঁড়ে রেখে
ফলবতি সে সাধনা!

চাঁদ মিথ্যে হতে পারে বালক,
জোছনা না!
In eclipse,
You became my shadow.
We deprived the whole universe
Underneath her full blood!
It was a cold deadly kiss,
Which we should’ve never missed,
Which we should’ve never missed!
কখন যেন পান করেছি এক পেয়ালা ভালোবাসা ভুল করে,
সে বিষে আমার হৃদয় গিয়েছে পুড়ে-
স্খলন যার সাক্ষ্য দেয় কীর্তনখোলার জলে!
Melting in blue,
I believe thee
Believe you as an illusion
While you’ve always been
A lunatic hallucination…
Goodbye,
Not goodnight!

প্যালেস্টাইনের কান্না!

তোমার অশ্রু ইতিহাস হয়ে বলে
গাজার কথা!
আমার কষ্ট নষ্ট করে
বিশ্বের নীরবতা।
যত আবেগ আর ভন্ডামি
দিনশেষে ‘আমরা’ নই-
কেবলই আমি!

তোমার পোস্টের শব্দগুলো বলে
গাজার কথা!
আমার কান্নাও ভার্চুয়াল শুধু
বিশ্বের মানবতা।
যত আবেগ লিখেই থামি
পরাজিত ‘আমরা’ শোষকের রোষে-
অথবা স্বার্থপর আমি!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top