![গো লাইভ টুগেদার, ইউটিউব, বোকা, বাংলাদেশ, ঢাকা, কনটেন্ট নির্মাতা, ভিডিও ব্লগার](https://bokabd.com/wp-content/uploads/2023/02/go-live-together-e1675581575590.jpg)
ইউটিউবের গো লাইভ টুগেদার!
Reading Time: 4 minutesকনটেন্ট নির্মাতাদের জন্য ‘গো লাইভ টুগেদার’ ফিচার চালু করেছে জনপ্রিয় ভিডিও ব্লগসাইট ইউটিউব। ইউটিউবের গো লাইভ টুগেদার ফিচার দিয়ে এখন খুব সহজেই স্মার্টফোন থেকেই একজন নির্মাতা তারা অতিথিদের নিয়ে একসাথে লাইভ স্ট্রিমিং ভিডিও কনটেন্ট প্রকাশ করতে পারবে।
নির্মাতাদের জন্য ইউটিউবের হালানাগাদ করা এই সুবিধা ব্যবহার করে সহজেই ভিডিওব্লগে আমন্ত্রণ জানানো যাবে অতিথিকে। যদিও এই সুবিধাটি এখন স্মার্টফোন থেকেই ব্যবহার করা যাবে। তবে অচিরেই এটি কম্পিউটার থেকেও চালু করা হবে বলে এক বার্তায় জানিয়েছে ইউটিউব।
ইউটিউব তার টুইটার অ্যাকাউন্টে জানায়, সহজভাবে ‘কো-স্ট্রিম’ চালুর জন্যই মূলত গো লাইভ টুগেদার ফিচারটি তারা ডেভলপ করেছে। এতে সহজেই অতিথিকে আমন্ত্রণ জানানো যাবে। গ্রাহক সংখ্যা ৫০–এর বেশি হলেই যেকোনো ভিডিওব্লগার কো-স্ট্রিম আয়োজন করতে পারবে। তবে অতিথি হতে পারবেন কেবল একজন।
![১০২ জ্বর আসছে, স্নিগ্ধা বাউল, বাংলা, গদ্য, কবিতা, পদ্য, উপন্যাস, ঢাকা, বাড্ডা, বনানী, বাংলাদেশ, বাংলা সাহিত্য, ছোট গল্প](https://bokabd.com/wp-content/uploads/2022/10/snigdha-baoul.jpg)
ইতিমধ্যে অ্যানড্রয়েড এবং আইফোনে ইউটিউবের এই সুবিধাটি চালু করা হয়েছে। স্মার্টফোনের অ্যাপে ক্রিয়েটর সেকশনে গো লাইভ বাটন থেকে ফিচারটি ব্যবহার করা যাবে। মূলত অ্যাপের নিচে থাকা প্লাস আইকনে ট্যাপ করে গো লাইভ টুগেদার থেকে কো–স্ট্রিমিং চালু করতে পারবেন কনটেন্ট নির্মাতারা কিংবা ভিডিও ব্লগাররা।তবে কবেল স্মার্টফোন দিয়ে ফিচারটি ব্যবহারের সুযোগ থাকলেও কম্পিউটার দিয়ে আগেই নির্ধারণ করা যাবে লাইভের সময়।
নিউজ সোর্স: ইউটিউব, টাইমস অফ ইন্ডিয়া